করোনা ভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত চীনা অর্থনীতি পুনরুদ্ধারে জরুরি সহায়তা কর্মসূচির অংশ হিসেবে চীনকে সাত বিলিয়ন ইউয়ান (প্রায় ১ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার) ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে দ্য ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।
মহামারি মোকাবিলায় এ নিয়ে দ্বিতীয়বার চীনকে ঋণ দিচ্ছে এনডিভি।
এ সহায়তা কর্মসূচির লক্ষ্য চীনে উৎপাদন কার্যক্রম আগের মতো করা, কর্মসংস্থান স্থিতিশীল রাখা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করা।
ব্রিক্স হলো একটি অর্থনৈতিক সংঘ। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা— পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশ এ সংঘের সদস্য। এ দেশগুলোর আদ্যক্ষরের সমন্বয়ে এর নামকরণ হয়েছে। ২০১৪ সালে ব্রিক্স বহুমুখী উন্নয়ন ব্যাংক হিসেবে এনডিভি প্রতিষ্ঠা করে।
সূত্র: শিনহুয়া নেট
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এফএম