ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত থেকে সাড়ে চার কোটি ডোজ টিকা পাচ্ছে পাকিস্তান 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
ভারত থেকে সাড়ে চার কোটি ডোজ টিকা পাচ্ছে পাকিস্তান 

ভারতে উৎপাদিত সাড়ে চার কোটি ডোজ করোনা টিকা পাচ্ছে পাকিস্তান। চলতি মাসের শেষের দিকে ভারত এই টিকা সরবরাহ করবে বলে জানিয়েছেন ন্যাশনাল হেলথ সার্ভিসের ফেডারেল সেক্রেটারি আমির আশরাফ খাজা।

 

বৃহস্পতিবার পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে (পিএসি) তিনি এ তথ্য জানান।  

তিনি বলেন, চলতি মাসে (মার্চ) ৪৫ মিলিয়ন ডোজ ভারতীয় টিকা পেতে যাচ্ছে পাকিস্তান।  

পিএসির চেয়ারম্যান রানা তানভীর হোসেনের নেতৃত্বে এক সভায় তিনি চলমান টিকা দান প্রক্রিয়া সম্পর্কে ব্রিফিং করছিলেন। খাজা কমিটিকে জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ২৭.৫ মিলিয়ন লোককে করোনা টিকা দেওয়া হয়েছে।  

তিনি বলেন, টিকা জোট গাভির সাথে একটি চুক্তির অধীনে মোট ৪৫ মিলিয়ন ডোজ টিকা গ্রহণ করা হবে এবং এ বছরের জুন মাস পর্যন্ত মোট ১৬ মিলিয়ন টিকা গ্রহণ করা হবে।  

এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক যে, গাভি একটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব যা উন্নয়নশীল দেশগুলোকে টিকা প্রদানে সহায়তা করে।  

স্বাস্থ্য সচিব জানান, মার্চের প্রথম সপ্তাহে গাভি থেকে এই টিকা আসবে বলে আশা করা হয়েছিল। এখন আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই টিকা আসবে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।