ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভে ফের গুলি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
মিয়ানমারে বিক্ষোভে ফের গুলি, নিহত ৭

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত সাতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানায়।

এর আগে বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে মিয়ানমারের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সংযম অবলম্বন করার আহ্বান জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সে আহ্বান উপেক্ষা করে বিক্ষোভকারীদের ওপর ফের গুলি চালায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।

এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে জানান, মিয়াং শহরে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এদিকে, স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ইয়াঙ্গুনের নর্থ দাগন জেলায় গুলিতে একজন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।