২০২৪ সালের মধ্যে ভারতের ই-কমার্স মার্কেট ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১১ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার বৈশ্বিক আর্থিক প্রযুক্তি সংস্থা এফআইএসের নতুন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মোবাইল শপিংয়ের মাধ্যমে এই প্রবৃদ্ধি পরিচালিত হবে, যা আগামী চার বছর বার্ষিক ২১ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক বাজারে ই-বাণিজ্য করোনা মহামারিতে বেড়েছে। ভারতসহ অন্যান্য দেশগুলোতে কভিড-১৯ এর কারণে ভোক্তাদের আচরণে পরিবর্তন এনেছে এবং মোবাইলে পেমেন্টের প্রবণতা বেড়েছে। এফআইএসের ওয়ার্ল্ডপের এশিয়া প্যাসিফিকের ব্যবস্থাপনা পরিচালক ফিল পমফোর্ড এক বিবৃতিতে বলেছেন, কভিড-১৯ এর কারণে ভারতীয় ই-বাণিজ্য শিল্পে প্রচুর উত্থান দেখা দিয়েছে এবং ভবিষ্যতে এর বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে। ই-কমার্স কেবল ট্রাডিশনাল ওয়েবসাইটগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বৈশ্বিক বাণিজ্যে মিশেছে।
এফআইএস থেকে ওয়ার্ল্ডপের ২০২১ গ্লোবাল পেমেন্টস রিপোর্ট অনুযায়ী ৪১টি দেশে নতুন পেমেন্টের প্রবণতা বেড়েছে, যা ভবিষ্যতেও বাড়বে।
প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল ওয়ালেট ২০২৪ সালের মধ্যে সর্বাধিক জনপ্রিয় হয়ে উঠবে এবং তা নগদ লেনদেনকে ছাড়িয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
নিউজ ডেস্ক