সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উভয় নেতা ২০১৯ সালে প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব কাউন্সিলের কার্যক্রম পর্যালোচনা করেন এবং ভারত-সৌদি অংশীদারিত্বের ধারাবাহিক প্রবৃদ্ধি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও প্রসারিত করার ইচ্ছা প্রকাশ করেন এবং ভারতীয় অর্থনীতি সৌদি বিনিয়োগকারীদের যে সুযোগ প্রদান করে তা তুলে ধরেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
ভারত ও সৌদি আরবের মধ্যে বিশেষ বন্ধুত্ব এবং জনগণের সম্পর্কের চেতনায় নেতারা করোনা মহামারির বিরুদ্ধে একে অপরের প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন পর্যালোচনা করেন।
মোদী সৌদি যুবরাজকে শিগগিরই ভারত সফরের আমন্ত্রণ জানান।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
নিউজ ডেস্ক