ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের টিকা ব্রাজিলে কার্যকর নাও হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
চীনের টিকা ব্রাজিলে কার্যকর নাও হতে পারে

ব্রাজিলে করোনা ভাইরাসের বিরুদ্ধে চীনের টিকা কার্যকর নাও হতে পারে বলে একটি গবেষণায় বলা হয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই ক্ষুদ্র আকারের গবেষণাটি এখনো পর্যালোচনা করা হয়নি।

চিকিৎসকরা আগামী সপ্তাহগুলোতে ব্রাজিলে এক মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করছেন।

ব্রাজিল, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের গবেষকরা দেখেছেন, পাঁচ মাস আগে আটজনের শরীরে করোনাভ্যাক প্রয়োগ করা হলেও তা কাজ করেনি।

পত্রিকাটি জানিয়েছে, এই গবেষণায় দেখা যায়নি যে করোনাভ্যাক এখনো এই ভ্যারিয়েন্ট থেকে অসুস্থ হওয়া বন্ধ করতে পারে কিনা, যা টিকা প্রচারণার অন্যতম প্রধান লক্ষ্য।

এই গবেষণার নমুনার আকার ছোট ছিল এবং আরো পরীক্ষা করা প্রয়োজন। তারপরও বাস্তবতা হচ্ছে, আটটি নমুনা একই ফলাফল দিয়েছে। তার মানে চীনের টিকা সেখানে পুরোপুরি সক্ষম নাও হতে পারে।  

করোনাভ্যাক উৎপাদনকারী চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক অবশ্য এই বিষয়ে সংবাদপত্রের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।