সিনেট চেয়ারম্যান নির্বাচনে ভোটের বুথে গোপন ক্যামেরা লাগানোর অভিযোগ ওঠার পর পাকিস্তানের সিনেটে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় শুক্রবার।
ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সিনেটর মুস্তাফা নওয়াজ খোখার দাবি করেন, ভোট কেন্দ্রের ঠিক উপরে গোপন ক্যামেরা বসানো হয়েছে।
জানা গেছে, সিনেট হলের ভেতরে চীনা গুপ্তচর ক্যামেরা আবিষ্কৃত হয়েছে। সিনেটর রাজা রাব্বানি বলেছেন, স্পাই ক্যামেরা বসানো আইনের লঙ্ঘন।
এই অভিযোগের পর অনেক সংসদ সদস্য ক্ষোভে ফেটে পড়ে এবং ভোট প্রক্রিয়া বিঘ্নিত হয়।
ওইদিন গোপন ব্যালটের মাধ্যমে সিনেট চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের আয়োজন করা হয়েছিল। এর আগে উচ্চকক্ষের ৪৮ জন নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেন।
৩ মার্চ পাকিস্তানে সিনেট নির্বাচনের আয়োজন করা হয়, যে আসনে বর্তমান সংসদ সদস্যরা ১১ মার্চ অবসর নেওয়ার কথা ছিল। সিনেট সচিবালয় জানিয়ে দিয়েছিল যে নবনির্বাচিত সিনেটরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সকালে অনুষ্ঠিত হবে, এর পর বিকেলে বা সন্ধ্যায় চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) চেয়ারম্যান পদের জন্য মনোনীত করা হয় এবং জামিয়াত উলেমা-ই-ইসলাম ফজলের মাওলানা ঘাফুর হাইদ্রি (জুই-এফ) ডেপুটি চেয়ারম্যান পদের জন্য মনোনীত হন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সাদিক সানজানিকে চেয়ারম্যান পদের জন্য এবং মির্জা মোহাম্মদ আফ্রিদিকে ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত করেন।
উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে তাদের প্রার্থীদের সমর্থন করার জন্য বিধায়কদের প্রলুব্ধ করার জন্য অর্থ এবং অন্যান্য কৌশল ব্যবহারের অভিযোগ এনেছে।
এর আগে ইসলামাবাদের সাধারণ আসন থেকে সিনেটর হিসেবে গিলানির জয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য একটি ভালো খবর ছিল, যিনি তার মন্ত্রিসভার সহকর্মী, পিটিআই প্রার্থী এবং অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখের হয়ে প্রচারণা করেছিলেন। যদিও গিলানি তার প্রতিদ্বন্দ্বীর তুলনায় ১৬৯টি ভোট বেশি পেয়ে শেখকে অল্প ব্যবধানে পরাজিত করেছিলেন।
পাকিস্তানে একজন সিনেটরের মেয়াদ ছয় বছরের জন্য। তাদের অর্ধেক তিন বছর পর অবসর গ্রহণ করেন। একজন নতুন চেয়ারম্যান এবং তার ডেপুটি উচ্চকক্ষ চালানোর জন্য প্রতি তিন বছর পর নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
নিউজ ডেস্ক