ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে জইশ-ই-মোহাম্মদের (জেএম) কমান্ডার সাজ্জাদ আফগানিসহ দু’জন সদস্য নিহত হয়েছে। সোমবার এই ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সেনা, আধা-সামরিক বাহিনী ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে জইশ-ই-মোহাম্মদের সংঘর্ষ শুরু হয় চলতি মাসের ১৩ তারিখে। শোপিয়ানের রাওয়ালপোড়া অঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পরে সোমবার ওই কমান্ডারের মরদেহ উদ্ধার করা হয়। বলা হচ্ছে, সন্ত্রাসবাদে তরুণদের যোগ দেওয়ার জন্য উৎসাহ দিত গোলাগুলিতে নিহত আফগানি।
পুলিশ জানিয়েছে, একটি একে-৪৭ রাইফেল, যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক অস্ত্র ও এম- ৪ কার্বাইন উদ্ধার করা হয়েছে। কাশ্মীরের শোপিয়ান এনকাউন্টারে জেএম কমান্ডার সন্ত্রাসী সাজ্জাদ আফগানিকে নির্মূল করায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় পুলিশের আইজিপি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
নিউজ ডেস্ক