অন্যান্য দেশে করোনা টিকা প্রদানের জন্য ভারতের প্রচেষ্টার প্রশংসা করেছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আলী চেগেনি।
তিনি বলেছেন, বিশ্বের সব দেশকে সাহায্য করার জন্য ভারত এখন বিখ্যাত।
এএনআইয়ের সঙ্গে একান্তভাবে কথা বলতে গিয়ে ইরানের দূত আরও বলেন, তার নিজের দেশও করোনা টিকা তৈরি করেছে এবং ভারতের সঙ্গে গবেষণার বিষয় ভাগাভাগি করছে।
নওরোজ উপলক্ষে ইরানের দূত দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দেন এবং বলেন, এই অনুষ্ঠান বন্ধুত্ব এবং সহাবস্থানের বার্তা।
ভারত ও ইরান প্রকৃতি, ভূগোল ও সংস্কৃতিতে অত্যন্ত ঘনিষ্ঠ। এটি বন্ধুত্ব, সহাবস্থান এবং শত্রুতা ত্যাগ করে বন্ধুত্বের দিকে যাওয়ার একটি বার্তা, যোগ করেন তিনি।
ভারতে অবস্থিত ইরানী দূতাবাস প্রধান অতিথি মুখতার আব্বাস নাকভির সাথে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইরানের নববর্ষ নওরোজ উদযাপন করে।
সম্প্রতি ভারত সেরামের উৎপাদিত ইরানকে ৫০০,০০০ ডোজ করোনা টিকা পাঠিয়েছে। এছাড়া ভারত বায়োটেকের উত্পাদিত কোভ্যাক্সিনের ১২৫,০০০ ডোজ টিকাও ইরানে পাঠানো হয়েছে। সূত্র: এএনআই