ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লিঙ্গ বৈষম্যে চতুর্থ স্থানে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
লিঙ্গ বৈষম্যে চতুর্থ স্থানে পাকিস্তান

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, লিঙ্গ বৈষম্যের দিক দিয়ে পাকিস্তান বিশ্বের সবচেয়ে খারাপ চারটি দেশের মধ্যে স্থান পেয়েছে।

প্রতিবেদনে মূল্যায়ন করা ১৫৬টি দেশের মধ্যে দেশটি ১৫৩তম স্থানে রয়েছে।

গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২১-এ বলা হয়েছে, পাকিস্তান চারটি উপ-সূচকের মধ্যে দুটিতে নিচের ১০টি দেশের মধ্যে রয়েছে। দেশটি অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগের ১৫২তম এবং স্বাস্থ্য ও বেঁচে থাকার ক্ষেত্রে ১৫৩তম স্থান অধিকার করে।  

প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ২২.৬% নারী শ্রমশক্তিতে অংশগ্রহণ করে। ব্যবস্থাপনা পদে মাত্র ৪.৯%। এতে বলা হয়েছে, গড়ে একজন পাকিস্তানি নারীর আয় পুরুষের আয়ের ১৬.৩ শতাংশ।

প্রতিবেদন বলছে, পাকিস্তানি নারীদের ন্যায়বিচার, জমির মালিকানা এবং অ-আর্থিক সম্পদ বা উত্তরাধিকার অধিকার সমান নয়। তবে পেশাদার এবং প্রযুক্তিগত ভূমিকায় থাকা নারীদের উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে।  

দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানে নারীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার।  

আফগানিস্তান সর্বনিম্ন হওয়ায় দক্ষিণ এশিয়া অঞ্চলের আটটি দেশের মধ্যে পাকিস্তান সপ্তম স্থানে রয়েছে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।