ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে তৈরি দশ লাখের বেশি এসইউভি বিক্রি করেছে হুন্দাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২১
ভারতে তৈরি দশ লাখের বেশি এসইউভি বিক্রি করেছে হুন্দাই

প্রথম সারির অটোমোবাইল হুন্দাই মোটর ইন্ডিয়া শুরু থেকে আজ পর্যন্ত দেশীয় ও রপ্তানি বাজারে মোট ১০ লাখের বেশি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) বিক্রি করেছে।

বর্তমানে সংস্থাটি ভারতে ৪ ধরনের এসইউভি সরবরাহ করে।

এগুলো হলো- ভেন্যু, ক্রেটা, টাক্সন এবং কনা ইলেকট্রিক।

হুন্দাই মোটর ইন্ডিয়ার ডিরেক্টর (সেলস, মার্কেটিং অ্যান্ড সার্ভিস) তরুণ গর্গ বলেন, অভ্যন্তরীণ ও রপ্তানি বাজারে ১০ লাখের বেশি এসইউভি বিক্রির ফলে আমরা ভারতে আমাদের উপস্থিতির প্রায় আড়াই দশক ধরে মেক-ইন-ইন্ডিয়ার প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করেছি। এই সাফল্য আমাদের উৎপাদন উৎকর্ষ এবং ভারতে হুন্দাই ব্র্যান্ডের জন্য শর্তহীন প্রশংসার প্রতীক।

সংস্থাটি ২০১৫ সালে ক্রেটা গাড়িটি বাজারে আনে। এই গাড়ি অভ্যন্তরীণ বাজারে ৫ লাখ ৯০ হাজার ও রপ্তানি বাজারে ২ লাখ ২০ হাজার ইউনিটেরও বেশি বিক্রির রেকর্ড করেছে।  

একইভাবে ‘ভেন্যু’ বাজারে আসে ২০১৯ সালে। এটা ভারতে প্রথম সংযুক্ত এসইউভি হিসাবে বাজারে আনা হয়। এরইমধ্যে অভ্যন্তরীণ বাজারে এই গাড়ি বিক্রি হয়েছে ১ লাখ ৮০ হাজারের বেশি।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।