ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে একদিনে ৩ লাখ ১৪ হাজার জনের করোনা শনাক্ত, মৃত্যু ২১০৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
ভারতে একদিনে ৩ লাখ ১৪ হাজার জনের করোনা শনাক্ত, মৃত্যু ২১০৪ ...

করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। এদিন মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন।

একইসঙ্গে মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতে ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে একদিনে। শনাক্ত বিবেচনায় যেকোনো দেশের পরিপ্রেক্ষিতে এটিই সর্বোচ্চ।

রয়টার্সের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, এর আগে যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে একদিনে বিশ্বে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল।

এই পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন। এতে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জনের।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।