দীর্ঘদিনের প্রথা ভেঙে ভারতের কেরালা রাজ্যে ক্ষমতার প্রত্যাবর্তন ঘটতে চলেছে শাসক শিবিরের। রাজ্যটিতে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ জোট ফের জিততে চলেছে।
কেরালার ১৪০টি আসনের মধ্যে বামজোট ৯৫, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৪৪টিতে এগিয়ে রয়েছে। এ রাজ্যে বিজেপি সুবিধা করতে পারেনি। এখন পর্যন্ত তাদের আসন শূন্য।
এছাড়া আসাম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে ভোট গণনা চলছে।
তামিলনাড়ুতে ২৩৪টি আসনের মধ্যে ডিএমকে জোট ১৪৩ এবং এডিএমকে জোট ৮৯টিতে এগিয়ে রয়েছে।
উত্তর-পূর্বের রাজ্য আসামে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ১২৬টি আসনের মধ্যে বিজেপি, আসাম গণ পরিষদ এবং বোড়ো জনগোষ্ঠীর দল ইউপিপিএল এগিয়ে ৭৬টিতে। কংগ্রেস, এআইইউডিএফ এবং বামেদের জোট ৪৮টিতে।
ভোট গণনার প্রবণতা বলছে, পুদুচেরিতেও ক্ষমতা দখলের পথে এনডিএ জোট। এনআর কংগ্রেস এবং এডিএমকে সঙ্গী করে কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৩০টি আসনের মধ্যে ১৪টিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস-ডিএমকে জোট এগিয়ে ৭টিতে।
অপরদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল এগিয়ে রয়েছে ২১৫ আসনে। বিজেপি এগিয়ে ৭৬ আসনে।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মে ০২, ২০২১
এইচএডি/