ঢাকা: করোনা পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে নাইট্রোজেন থেকে অক্সিজেন তৈরি করার অভূতপূর্ব এক উপায় বের করেছে ভারতের উত্তরপ্রদেশ সরকার।
একটি মৌলকে কিভাবে অন্য একটি মৌলে রূপান্তর করা যায়, অভূতপূর্ব সেই সম্ভাবনারই ইঙ্গিত মিলল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস থেকে।
योगी जी की अलग इंजीनियरिंग चल रही है। नाचो भक्तों ??? pic.twitter.com/7sdWDQE2k2
— Kaptan Hindustan™ (@KaptanHindostan) May 1, 2021
টুইটে বলা হয়, ‘অক্সিজেনের সরবরাহ বজায় রাখার জন্য সবরকম প্রচেষ্টা করতে হবে সরকারকে। সব রকম সম্ভাবনা এবং বিকল্পের ব্যবহার করতে হবে। আইআইটি কানপুর এবং অন্য বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে দেখতে হবে নাইট্রোজেন থেকে অক্সিজেন তৈরির সম্ভাবনা। ’
এদিকে ওই টুইটের পর নেট দুনিয়ায় নাইট্রোজেনের ‘এন’ এবং অক্সিজেনের ‘ও’ মিলিয়ে ইংরেজি শব্দ ‘নো’ লিখে পোস্ট করেছেন একজন। আবার একজন শুধু নাইট্রোজেনেই সীমাবদ্ধ না থেকে সমস্ত মৌলকেই অক্সিজেনে পাল্টে ফেলার পরামর্শ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ০৫, ২০২১
এনটি