ঢাকা: গাজায় ৪০ মিনিটে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
শুক্রবার (১৪ মে) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি এক টুইটে জানান, গতকাল বৃহস্পতিবার (১৩ মে) রাতে গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে ৪৫০টি ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।
ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বাহিনীর ৪০ মিনিটের হামলায় নতুন করে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে একজন মা ও তার তিন সন্তানও ছিলো। ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে গাজা থেকেও ইসরায়েলকে লক্ষ্য করে হামাস রকেট হামলা চালালেও তার অধিকাংশই আয়রন ডোম সিস্টেমের মাধ্যমে প্রতিহত করেছে ইসরায়েল।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১৪, ২০২১
এনটি