ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনা ওষুধ নিষিদ্ধ করার নির্দেশ দিলেন ক্ষুব্ধ কিম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ২৪, ২০২১
চীনা ওষুধ নিষিদ্ধ করার নির্দেশ দিলেন ক্ষুব্ধ কিম

উত্তর কোরিয়ার একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা চীনের তৈরি ইনজেকশন গ্রহণের পর মারা গেছেন। এ ঘটনা জানার পর দেশটির নেতা কিম জং উন রেগে গিয়ে পিয়ংইয়ংয়ের প্রধান হাসপাতালগুলোতে চীনা ওষুধ ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

 

একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে ডেইলি এনকে। যুক্তরাজ্যের মিরর পত্রিকার অনলাইনেও সংবাদটি প্রকাশ করা হয়েছে।  

মারা যাওয়া ওই কর্মকর্তার বয়স ছিল ষাটের কোটায়। তিনি কিম জং ইল যুগ থেকে একজন বিশ্বস্ত আমলা ছিলেন।  

তিনি উচ্চ রক্তচাপের সাথে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন। পিয়ংইয়ং মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুর আগে তাকে কোকারবক্সিলেসের একটি ডোজ ইনজেকশন দেওয়া হয়েছিল, যা সাধারণত রোগীদের ক্লান্তি থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য ব্যবহৃত হয়। তবে উত্তর কোরিয়ায়, এই ওষুধটি ফুসফুসের অসুস্থতা, উচ্চ রক্তচাপ এবং এমনকি সংক্রামক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।  

বাণিজ্য নিষেধাজ্ঞা ও করোনা মহামারির কারণে বর্তমানে ওষুধের সংকটে পড়েছে উত্তর কোরিয়া। আমদারি পরিবর্তে এবার দেশেই ওষুধ তৈরির কথা ভাবছে দেশটি।  

জানা গেছে, কিম এমন একজন প্রতিভাবান কর্মকর্তাকে হারানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন।  

তিনি চীনের করোনা ভ্যাকসিনের নমুনা নিয়ে বিশ্লেষণ ও গবেষণা বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেন।  

তবে তদন্তের সময় কর্তৃপক্ষ জানতে পেরেছে, পিয়ংইয়ং-এর প্রধান হাসপাতালগুলো বিভিন্ন ধরনের ওষুধ সঠিকভাবে সংরক্ষণ করছে না।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।