একটি কিটের মাধ্যমে নিশ্বাস নিয়ে এক মিনিটেই ফল জানা যাবে করোনাী পরীক্ষার ফল। ‘ব্রেদালাইজার কিট’ তৈরি করেছে সিঙ্গাপুরের একটি নতুন কোম্পানি ব্রেদোনিক্স।
কোম্পানিটি বলছে, তারা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। মালয়েশিয়ার সঙ্গে দেশের সীমান্ত পয়েন্টগুলোতে এ প্রযুক্তিটির পরীক্ষা শুরু করার লক্ষ্যে কাজ করছে তারা।
কোভিড-১৯ শনাক্ত করতে বর্তমানে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, তার পাশাপাশি এ শ্বাসপ্রশ্বাস বিশ্লেষণের পরীক্ষাটিও চলবে বলে জানাচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত এ কোম্পানিটি।
গত বছর এর যে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল সেখানে ৯০ শতাংশ সঠিক ফল এসেছিল বলে জানিয়েছিল কোম্পানিটি।
এ পদ্ধতিতে একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় (ডিসপোজেবল) এমন মাউথপিস ব্যবহার করা হয় এবং এমনভাবেই এটি তৈরি করা হয়েছে যেন কোনোভাবেই তার মাধ্যমে দূষণ বা সংক্রমণ না ঘটে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ২৪, ২০২১
ওএইচ/