ভারতে করোনার মারাত্মক দ্বিতীয় ঢেউ চলছে। এ অবস্থায় প্রতিবেশী ভুটান বলেছে, তারা ভ্যাকসিন সরবরাহের জন্য নয়াদিল্লিকে চাপ দেবে না, কারণ ভারতেরই টিকার প্রয়োজন সবচেয়ে বেশি।
ভুটানের গণমাধ্যম বলছে, প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিভিশনে এক ভাষণে ভারত থেকে ভ্যাকসিন সরবরাহ নিয়ে কথা বলেন।
তিনি বলেন, ভারত করোনা টিকা সরবরাহের আশ্বাস দিয়েছিল। চাপ প্রয়োগ করলে হয়তো দ্বিতীয় ডোজ দেবে। কিন্তু ভারতের মানুষের জীবন বাঁচানোর জন্য তাদেরই টিকা প্রয়োজন। এ অবস্থায় চাপ দেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, ভুটান অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের জন্য অন্যান্য দেশের কাছে যাবে।
ভারত ইতোমধ্যে ভুটানকে দুই ধাপে প্রায় সাড়ে ৫ লাখ ভ্যাকসিন সরবরাহ করেছে। রিপোর্ট অনুযায়ী, দেশটির ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ককে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।
ভারত তীব্র ভ্যাকসিন ঘাটতির সঙ্গে লড়াই করছে। ভারতে ভ্যাকসিনসংকট ভুটানের শতভাগ টিকাকরণের পরিকল্পনা বিলম্বিত করতে পারে।
ভ্যাকসিন উৎপাদনের জন্য ভারত আন্তর্জাতিক ভ্যাকসিন প্রস্তুতকারকদের সঙ্গে যোগাযোগ করছে। এছাড়া রাশিয়ার কাছ থেকেও টিকিা কিনছে দেশটি।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ২৫, ২০২১
নিউজ ডেস্ক