পাকিস্তান মুসলিম লীগ-নাওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে রেখেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। বিষয়টি চ্যালেঞ্জ করে তিনি আগামী সপ্তাহে ইসলামাবাদ উচ্চ আদালতে যাবেন।
আদালত তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিলেও সরকার তাকে যেতে দিচ্ছে না। তিনি আদালতের আদেশ বাস্তবায়নের জন্য আবেদন করবেন।
শেহবাজের আইনজীবী দ্য নিউজ ইন্টারন্যাশনালকে বলেন, রাজনৈতিক কারণে শেহবাজের নাম কালো তালিকায় রাখা হয়েছে। ফেডারেল সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে।
পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, ফেডারেল মন্ত্রিসভার অনুমোদনের পর শেহবাজের নাম কালো তালিকায় রাখা হয়েছিল।
গত ৮ মে তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফকে দোহা হয়ে যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তিনি যখন লাহোর বিমানবন্দরে পৌঁছান, অভিবাসন কর্মকর্তারা তাকে জানান যে তিনি বিমানে উঠতে পারবেন না, কারণ তার নাম নিষিদ্ধ তালিকায় আছে।
গত ৭ মে লাহোর হাইকোর্ট তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার শর্তসাপেক্ষে অনুমতি দেয়।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মে ২৬, ২০২১
নিউজ ডেস্ক