ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনা লবণ সরবরাহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুন ১২, ২০২১
চীনা লবণ সরবরাহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান 

পাকিস্তানের বিভিন্ন সরকারি বিভাগ চীনা লবণ প্রস্তুতকারকদের বিরুদ্ধে একটি যৌথ পদক্ষেপ শুরু করেছে। ক্ষতিকারণ উপাদান থাকায় বিপুল পরিমান লবণ জব্দ করা হয়েছে।

 

খাদ্য সচিব খুশাল খান, খাদ্য পরিচালক মুহাম্মদ জুবায়ের খান এবং জেলা প্রশাসক মীর রাজা ওজগানের নির্দেশে নওশেরা ক্যান্টের হাকিমাবাদ এলাকার জানজালপুরা এলাকায় খাদ্য পরিদর্শক ওয়াহিদুল্লাহ ইয়াসিন ও মুসাওয়ার খান এই ব্যবস্থা গ্রহণ করেন।

গোডাউন থেকে বিপুল পরিমাণ চীনা লবণ বাজেয়াপ্ত করা হয়েচে। খাদ্য বিভাগ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক শের ফৈয়াজ বলেছেন, এর ক্ষতিকারক প্রভাবের কারণে চীনের লবণ বিক্রি, ক্রয় এবং ব্যবহার ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে।

খাদ্য নিয়ন্ত্রক জনগণকে চীনা লবণের বিষয়ে অভিযোগ করার আহ্বান জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।