ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে নেতানিয়াহু যুগের অবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, জুন ১৪, ২০২১
ইসরায়েলে নেতানিয়াহু যুগের অবসান

ইসরায়েলের পার্লামেন্টের সদস্যরা নতুন জোট সরকার গঠনের পক্ষে ভোট দিয়েছেন। এর মাধ্যমে দেশটিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টানা এক যুগের শাসনের অবসান ঘটলো।

রোববার (১৩ জুন) ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর পক্ষে ৫৯ ভোট পড়ে। আর নতুন জোট সরকার গড়ার পক্ষে ভোট পড়ে ৬০টি। দেশটির পার্লামেন্টে নতুন সরকার গঠনের জন্য আস্থা ভোটে বিরোধী দলগুলোর জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মূলত বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে মতাদর্শগতভাবে চরম বিভেদ থাকার পরেও নতুন জোট গঠন করেছে দেশটির আটটি রাজনৈতিক দল। জোটের শর্ত অনুসারে, ইয়ামিনা পার্টির নেতা বেনেত ২০২৩ সালে সেপ্টেম্বর পর্যন্ত দেশ পরিচালনা করবেন। এরপর তিনি ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়ার লাপিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। লাপিদ দুই বছর ক্ষমতায় থাকবেন।

রোববার পার্লামেন্টে ভোটের সময় নীরবে বসেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি নতুন জোট সরকার অনুমোদন পাওয়ার পর বেনেতের সঙ্গে হাত মিলিয়ে পার্লামেন্ট কক্ষ ছেড়ে যান। এরপরে নেতানিয়াহু বিরোধী দলীয় নেতার আসনে গিয়ে বসেন।

২০০৯ সাল থেকে টানা ১২ বছর দেশটির ক্ষমতায় ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।