ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেরুজালেম নিয়ে ব্রিটেনের নীতি পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুন ১৮, ২০২১
জেরুজালেম নিয়ে ব্রিটেনের নীতি পরিবর্তন

জেরুজালেম নিয়ে নিজেদের নীতিতে পরিবর্তনের আভাস দিল ব্রিটেন। ওই অঞ্চলকে ইসরায়েল ‘দখলকৃত ফিলিস্তিনের এলাকা’ হিসেবে আখ্যা দিয়েছে দেশটি।

সম্প্রতি ইসরায়েলি এক নারীর পাসপোর্টে বিষয়টি উল্লেখ করা হয়। ইসরায়েলি পত্রিকা হারেজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর নাম আয়েলেত বালাবান। ইসরায়েল ও ব্রিটেনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার। সম্প্রতি তিনি পাসপোর্ট নবায়ন করেছেন। তার আগের পাসপোর্টে জন্মস্থান লেখা ছিল জেরুজালেম। কিন্তু নতুন পাসপোর্টে জন্মস্থান লেখা হয়েছে ‘দখলকৃত ফিলিস্তিনের এলাকা’।  

নতুন এ পাসপোর্ট প্রসঙ্গে ইসরায়েলি টেলিভিশন কানের সঙ্গে কথা বলেছেন আয়েলেত। তিনি বলেন, জন্মস্থানের নতুন নাম দেখে তিনি হতবাক।

আয়েলেত বলেন, আমরা ধারণা ছিল ব্রিটিশ কর্তৃপক্ষ হয়তো বিভ্রান্ত হয়ে এটা করেছে। কারণ আমি গাজা উপত্যকার উদ্বাস্তু ইহুদি মোসাব সম্প্রদায়ের সঙ্গে থাকি। তবে সেটি তার জন্মস্থান নয় বলেও জানিয়েছেন এ নারী।

ইসরায়েলি এ নারী বলেন, এ পাসপোর্ট দিয়ে আমি কীভাবে ভ্রমণ করব? এটা আমার ব্যক্তিগত পাসপোর্ট।

এ পাসপোর্ট থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ব্রিটিশ সরকার সম্ভবত তাদের নীতিতে পরিবর্তন এনেছে। কারণ দু’বছর আগে আয়েলেতের ভাই পাসপোর্ট করেছেন। সেই পাসপোর্টে তার জন্মস্থান জেরুজালেম লেখা আছে।  

এছাড়া আয়েলেত এ বিষয়টি জানতে যুক্তরাজ্যের লন্ডনে ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। একইসঙ্গে জেরুজালেমভিত্তিক ইহুদিদের সংগঠন নাফেশ বি’নাফেশের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। দু’পক্ষই বিষয়টি নিয়ে এখনো কিছু জানায়নি।

এ ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।