ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে করোনায় মৃত্যু-সংক্রমণ কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০২১
ভারতে করোনায় মৃত্যু-সংক্রমণ কমেছে

ভারতে করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণ দুটোই কমতে শুরু করেছে।  

মঙ্গলবার (২৯ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়,  গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯শ ৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৫৬৬ জন।
এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার মানুষ। করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৬শ ৩৭ জনের।

গত সোমবার (২৮ জুন) ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৯শ ৭৯ জনের। করোনাক্রান্ত হয়েছিলেন ৪৬ হাজার ১শ ৪৮ জন।
এ পর্যন্ত বিশ্বে করোনা কাড়লো ৩৯ লাখ ৪৫ হাজার মানুষের প্রাণ। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হলো প্রায় ১৮ কোটি ২২ লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুন ২৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।