ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কোলন সার্জারি করা হল পোপ ফ্রান্সিসের

আন্তর্জাতিকে ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
কোলন সার্জারি করা হল পোপ ফ্রান্সিসের

ঢাকা: রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের কোলন ডাইভারটিকুলাইটিস সার্জারি সম্পন্ন হয়েছে।

ভ্যাটিকান সিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

খবর: সিএনএন।

জানা যায়, পেট ও মাথা ব্যাথাসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিলে রোববার (০৪ জুলাই) রোমের একটি হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস। সেখানে তার 
অস্ত্রোপচার করা হয়।

>>>পোপ ফ্রান্সিস অস্ত্রোপচারের জন্য হাসপাতালে 

২০১৩ সালের পর এই প্রথম পোপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যাটিকান বলেছে যে তাকে 'কোলন ডাইভারটিকুলাইটিস' এর জন্য চিকিৎসা করা হচ্ছে।  

সেন্ট পিটার্স স্কয়ারে আশীর্বাদকালে পোপ ঘোষণা করেন, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ও স্লোভাকিয়ায় সফরে যাবেন তিনি।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।