ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

স্বামীর হাত ফসকে ৯ তলা থেকে পড়ে গেলেন স্ত্রী, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৬, জুলাই ১৭, ২০২১
স্বামীর হাত ফসকে ৯ তলা থেকে পড়ে গেলেন স্ত্রী, ভিডিও ভাইরাল ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে ৯ তলার বারান্দা থেকে স্বামীর হাত ফসকে এক তরুণী নিচে পড়ে গেছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি উত্তর প্রদেশের গাজিয়াবাদে এ ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বসয়ী ওই তরুণী স্বামীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে বারান্দার রেলিংয়ে উঠে নিচে ঝাঁপ দেন। তবে স্বামী তার হাত ধরে ফেলেন।

ভিডিওতে দেখা গেছে, বারান্দায় স্বামীর হাত ধরে ঝুলছেন স্ত্রী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্বামীর হাত ফসকে নিচে পড়ে যান তিনি। তবে ভবনের বাসিন্দারা তরুণীর ঝুলে থাকার বিষয়টি আগে থেকেই দেখতে পেয়ে নিচে গদি পেতে রেখেছিলেন। সেই গদির ওপর পড়ায় প্রাণে বেঁচে যান তিনি। তবে তরুণী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।