করোনার টিকা না নিলে সরকারি কর্মীদের বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারতের নাগাল্যান্ড প্রশাসন।
অনেকটা ‘ভ্যাকসিন রিপোর্ট দাও বেতন নাও’ এমন কথাই বলছে রাজ্যটির প্রশাসন।
করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাগাল্যান্ডের জনস্বাস্থ্য এবং সুরক্ষা বিভাগের প্রধান সচিব জে আলম একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, রাজ্যের সচিবালয় এবং বিভিন্ন সরকারি অফিসে কর্মরতদের অফিসে আসার জন্য অন্তত একটি টিকা নেওয়ার প্রমাণ অথবা প্রতি ১৫ দিন অন্তর করোনা নেগেটিভ সার্টিফিকেট জমা দিতে হবে। না হলে তারা বেতন পাবেন না। অফিসেও আসতে পারবেন না। যতদিন তারা এই সার্টিফিকেট জমা দিতে পারবেন না ততদিন ‘বেতন ছাড়া ছুটি’ হিসাবে গণ্য করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এসআইএস