ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নারী সেজে প্লেনে উঠলেন করোনা রোগী! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
নারী সেজে প্লেনে উঠলেন করোনা রোগী! 

মহামারি করোনায় আক্রান্ত হলে তাকে সবার থেকে আলাদা থাকতে হয়। সংক্রমণ ছড়ানো ঠেকাতে প্লেনে ভ্রমণ করতে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হয়।

হিজাব ও বোরকা পরে আপাদমস্তক ঢেকে নারী সেজে প্লেনে উঠে গ্রেফতার হয়েছেন করোনা আক্রান্ত এক ব্যক্তি।

ইন্দোনেশিয়ার হালিম পেরদানা কাসুমা বিমানবন্দরে নিজের স্ত্রীর পরিচয়পত্র ও করোনার নেগেটিভ রিপোর্ট দেখিয়ে প্লেনে ওঠেন তিনি। ফ্লাইট উড্ডয়নের পর টয়লেটে ওই ব্যক্তির পোশাক পাল্টান। এ বিষয়টি খেয়াল করেন এক ফ্লাইট অ্যাটেনডেন্ট। আর তাতেই বেরিয়ে আসে নারীর বেশে পুরুষ যাত্রী।  

টার্নেট পুলিশ প্রধান আদিত্য লাকসিমাদা বলেন, গ্রেফতার ব্যক্তি যে সব কাগজপত্র দেখিয়েছেন সব তার স্ত্রীর নামে। স্ত্রীর পিসিআর পরীক্ষার ফল নেগেভিট এসেছে। সেই রিপোর্টটি নিয়ে আসেন ওই ব্যক্তি। সঙ্গে স্ত্রীর ভ্যাকসিন নেওয়ার কার্ড আনেন। গ্রেফতারের পর তার করোনা পরীক্ষা করানো হয়। এতে ফল পজিটিভ এসেছে। তাকে সেল্ফ-আইসোলেশনে রাখা হয়েছে।  

এই ঘটনার পর কর্তৃপক্ষ আরও সচেতন হওয়ার কথা জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।