সম্প্রতি অস্ট্রেলিয়ায় করোনার সংক্রমণের হার বেড়েছে। আর তাই মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ায় জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ।
দেশটির সিডনি শহরে রাস্তায় নেমে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। মেলবোর্ন ও ব্রিসবেন শহরেও বিক্ষোভ হয়েছে। এ সময় ৫৭ জনকে আটক করেছে পুলিশ।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, লকডাউনের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ লকডাউনের আওতায় রয়েছে। টানা চার সপ্তাহ লকডাউনে ঘরে আছেন সিডনি শহরটির বাসিন্দারা।
এদিকে বিক্ষোভকারীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার আছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। তবে করোনা রোধে সামাজিক দূরত্বের বিধিনিষেধ অমান্য করায় অনেককে আটক করা হয়েছে বলে জানায় তারা।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ৩২ হাজার ৫৯৪ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৯১৬ জনের।
এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে করোনার টিকা পেয়েছেন ১৪ শতাংশের কম মানুষ। এর মধ্যেই বেড়ে চলেছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এসআইএস