ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টিভিতে তালেবানদের সাক্ষাৎকারও নিচ্ছেন নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
টিভিতে তালেবানদের সাক্ষাৎকারও নিচ্ছেন নারীরা

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ধারণা করা হচ্ছিল, নারীরা আর কর্মস্থলে যোগ দিতে পারবেন না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সোমবার নারীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানিয়েছে তালেবান।

দেশটির অন্যতম প্রধান একটি সংবাদ মাধ্যম টোলো নিউজে নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে।  

রোববার তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেওয়ার পর দেশটির কোনো চ্যানেলে নারী উপস্থাপকদের উপস্থিতি ছিল না।  

অনলাইনে প্রচারিত একটি ছবিতে দেখা যায়, আফগানিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেলে একজন পুরুষ উপস্থাপক খবর পড়ছেন, যার সামনে তালেবানের পতাকা রয়েছে।

টোলো নিউজের সংবাদ বিভাগের প্রধান মিরাক পোপাল একটি টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে, একজন নারী উপস্থাপক তালেবান মিডিয়া টিমের একজন সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন।

তিনি আরেকটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে হিজাব পরে একজন নারী কর্মী সংবাদকক্ষের সবার সঙ্গে বৈঠক করছেন।

সোমবার তালেবানের পক্ষ থেকে বলা হয়, নারীদের অধিকার নিশ্চিত করা হবে। তাদের শিক্ষা ও কাজের সুযোগ দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।