ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দেশ ছাড়তে গিয়ে এক সপ্তাহে কাবুলে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
দেশ ছাড়তে গিয়ে এক সপ্তাহে কাবুলে নিহত ২০

ঢাকা: তালেবানের হাতে আফগান সরকারের পতনের পর  দেশ ছাড়তে গিয়ে অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলায় গত এক সপ্তাহে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বাইরে কমপক্ষে ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর কর্মকর্তা বলেছেন, বিমানবন্দর এলাকায় সৃষ্ট সংকট খুবই দুর্ভাগ্যজনক। আমাদের প্রধান কাজ হচ্ছে বিদেশিদের যত দ্রুত সম্ভব সরিয়ে নেওয়া।

ন্যাটোর ওই কর্মকর্তা বলেন, গত সপ্তাহ থেকে শুরু করে প্রতিদিনই কাবুল বিমানবন্দরে ভিড় বাড়ছে।

তালেবানের হাতে আফগান সরকারের পতনের পর দেশ ছাড়ার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে।  

সাধারণ ধারণ ক্ষমতার চেয়ে বহুগুণ বেশি যাত্রী পরিবহন করতে দেখা গেছে। কার্গো বিমানেও কাবুল ছাড়তে দেখা গেছে অনেককে।

বিমানের চাকায় কিংবা অন্যভাবে বিমানে ঝুলে দেশ ছাড়ার চেষ্টা করেন অনেকে। কাবুলের আকাশে উড়ন্ত বিমান থেকে মানুষকে পড়ে যেতেও দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা,  আগস্ট ২২, ২০২১
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।