ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বয়স্ক বাঘ রাজার ২৫তম জন্মদিন সোমবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
বিশ্বের সবচেয়ে বয়স্ক বাঘ রাজার ২৫তম জন্মদিন সোমবার

বিশ্বের সবচেয়ে বয়স্ক বাঘ রাজার ২৫তম জন্মদিন সোমবার (২৩ আগস্ট)। সুন্দরবনে জন্ম নিলেও বর্তমানে ভারতের জলদাপাড়া জাতীয় উদ্যানের দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাস তার।

 

এদিকে কোনো বাঘের এতদিন বেঁচে থাকাটা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

ভারতের জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্তারা জানিয়েছেন, ২০০৮ সালে সে দেশের সুন্দরবন অংশে কুমিরের হামলায় রাজা জখম হলে তাকে উদ্ধার করে প্রথমে পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানা নেওয়া হয়। পরে সেখান থেকে দক্ষিণ খয়েরবাড়িতে নিয়ে আসা হয়। তার পর থেকে এখানেই চলছে রাজার রাজত্ব।  

তারা আরও জানান, ১৩ বছর আগে সুন্দরবনে কুমিরের হামলায় গুরুতর জখম হয় রাজা। তখন তাকে বাঁচিয়ে রাখাটাই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে আলিপুর চিড়িয়াখানায় চলে চিকিৎসা। তার পরে সেখান থেকে নিয়ে আসা হয় জলদাপাড়া জাতীয় উদ্যানের দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। কিন্তু কলকাতা থেকে এতটা পথ পাড়ি দিয়ে সেখানে নিয়ে যাওয়ায় ঘা পুরোপুরি শুকনোর আগেই আবার অসুস্থ হয়ে পড়ে সে। কিন্তু তাকে সুস্থ করে তোলার ক্ষেত্রে এতটুকুও হাল ছাড়তে রাজি ছিলেন না প্রাণী চিকিৎসক থেকে শুরু করে বনকর্মীরা। শেষ পর্যন্ত সুস্থ হয় রাজা।  

এদিকে করোনার কারণে তেমন রাজকীয় আয়োজন না থাকলেও রাজার ২৫তম জন্মদিনকে সামনে রেখে ইতোমধ্যেই জলদাপাড়া ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে তার এনক্লোজ়ারটি পরিষ্কার করা হয়েছে। যার সামনে স্থাপন করা হয়েছে একটি বড় বোর্ড। যাতে রাজার জীবনের বর্ণনা তুলে ধরা রয়েছে। রাজাকে নিয়ে তৈরি হয়েছে দু’টি ভিডিও। সঙ্গে আরও দু’টি পোস্টারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাঘ নিয়ে সচেতনতামূলক প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বনকর্তারা। সেই সঙ্গে রাজার জন্মদিন উপলক্ষে আজ ভারতজুড়ে ‘বাঘা’ অনলাইন কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। রয়েছে রাজাকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও।

জলদাপাড়ার ডিএফও দীপক এম গণমাধ্যমকে বলেন, একে তো করোনা আবহ চলছে। তাছাড়া দীর্ঘদিন থেকে রাজা একটা পরিবেশে অভ্যস্ত। তাই তাকে এতটুকুও বিরক্ত না করেই তার ২৫তম জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার আমাদের কাছে একটা বিশেষ দিন। এ দিনটায় বাঘ ও বন্যপ্রাণী সুরক্ষায় আমরা মানুষকে আরও বেশি করে সচেতন করতে চাই।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।