ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান নীতি ঠিক করতে সর্বদলীয় বৈঠকের ডাক মোদীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
তালেবান নীতি ঠিক করতে সর্বদলীয় বৈঠকের ডাক মোদীর

আফগানিস্তান সংকট নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার (২৩ আগস্ট) এক টুইটে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১১টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ভারতীয় বিনিয়োগ রক্ষা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে। এছাড়া আগামীদিনে দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া হবে তা নিয়ে আলোচনা করবেন মোদী।

বর্তমানে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় নাগরিকদের ফেরানোর কাজ করছে নয়াদিল্লি। ইতোমধ্যে আফগান শিখ ও হিন্দুদের ফিরিয়ে নিচ্ছে ভারত সরকার। গত রোববার (২২ আগস্ট) কাবুল থেকে ১৬৮ জনকে দিল্লিতে ফিরিয়ে এনেছে ভারতীয় বিমান বাহিনী। এদের মধ্যে ১০৭ জন ভারতীয় নাগরিক।

এছাড়া কাবুল থেকে ভারতীয় যাত্রী আনতে তিনটি এয়ারলাইন্স কাজ করছে। ভারতের সরকারি তথ্যানুযায়ী, আফগানিস্তানে প্রায় ৪শ ভারতীয় ছিলেন। তাদের সবাই দেশটিতে গিয়েছিলেন কর্মসূত্রে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।