গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। টানা ২০ বছর পর তাদের এই উত্থানে পালিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট।
এরইমধ্যে দেশছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে মানুষ ভিড় করতে থাকে। বিদেশি সেনাদের সরিয়ে নেওয়ার জন্য পাঠানো প্লেনে গাদাগাদি করে উঠে পড়েন আফগান নারী-পুরুষ-শিশুরা। এমন একটি প্লেনে পরিবারের সদস্যের সঙ্গে উঠেছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। মার্কিন প্লেনটির নাম ছিল ‘রিচ-৮২৮’, এটি ছিল মার্কিন কার্গো প্লেন। সেই প্লেনেই সন্তানের জন্ম দেন ওই নারী।
সেই প্লেনের নাম অনুযায়ীই আফগান নারীর ওই কন্যা সন্তানের নাম রাখা হয়েছে ‘রিচ-৮২৮’। মার্কিন ওই বিমানের কোড নম্বর ছিল ৮২৮। সি-১৭ ক্যাটাগোরির কার্গো বিমানকে সাধারণত অন্যান্য বিমান ও কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগের জন্য ‘রিচ’ নামে ডাকা হয়। এরপর সেটার কোড নম্বর বলা হয়। সে অনুযায়ী কন্যা শিশুটির নাম রাখা হয়েছে ‘রিচ-৮২৮’। তাকে ‘রিচ’ নামেই ডাকা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সেনাবাহিনীর ইউরোপিয়ান কমান্ডের জেনারেল টোড ওল্ডার্স। তিনি জানিয়েছেন, শিশুটির বাবা-মায়ের পছন্দেই এমন নাম রাখা হয়েছে।
গত শনিবার বিমান ওড়ার পরই ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। এরইমধে বিমানটি ইউরোপের মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। ওই বিমানের মধ্যেই সেনাবাহিনীর চিকিৎসকরা ওই নারীকে সন্তান প্রসবে সহায়তা করেন। কন্যাসহ মা-বাবাকে এরইমধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
নিউজ ডেস্ক