ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তাইওয়ানের আকাশসীমায় চীনের ১৯ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
তাইওয়ানের আকাশসীমায় চীনের ১৯ যুদ্ধবিমান

চীনের ১৯টি যুদ্ধবিমান নিজেদের আকাশসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। এর মধ্যে আছে পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমানও।

এক বছরেরও বেশি সময় ধরে এ ধরনের অভিযোগ বার বার করে আসছে তাইওয়ান। তারা বলছে, তাইওয়ানের আকাশসীমায় বার বার চীনের বিমান বাহিনী অভিযান চালাচ্ছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ১৯টি যুদ্ধবিমান ও পরমাণু-বোমা বহনে সক্ষম বোমারু বিমান তাদের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে (এডিআইজেড) প্রবেশ করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার (০৫ সেপ্টেম্বর) যে অভিযান চালিয়েছে চীন, তাতে চারটি এইচ-৬ বোমারু বিমান ছিল। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। একই সঙ্গে সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও বহন করতে সক্ষম।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, চীনা যুদ্ধবিমানগুলোকে সতর্ক করতে নিজেদের যুদ্ধবিমান পাঠিয়েছে তাইওয়ান। এ ছাড়া, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে।

তবে চীন এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তাইওয়ানকে নিজ দেশের গণতান্ত্রিক প্রদেশ মনে করে চীন। তবে তাইওয়ান নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad