ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আমস্টারডামের জাদুঘরে ভ্যানগগের নতুন চিত্রকর্ম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
আমস্টারডামের জাদুঘরে ভ্যানগগের নতুন চিত্রকর্ম

আমস্টারডামের জাদুঘরে প্রথমবারের মতো প্রদর্শন করা হচ্ছে ভিনসেন্ট ভ্যানগগের একটি নতুন আবিষ্কৃত চিত্রকর্ম।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থেকে প্রদর্শিত চিত্রটি আগামী ২ জানুয়ারি পর্যন্ত জাদুঘরে থাকবে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, ‘স্টাডি ফর ‘ওয়র্ন আউট’’ নামের চিত্রটি এক শতাব্দীরও বেশি সময় ধরে ব্যক্তিগত সংগ্রহে ছিল। এতে জ্বরাগ্রস্ত এক বৃদ্ধকে চেয়ারে বসা অবস্থায় দেখা যায়।

জানা গেছে, ১৮৮২ সালে ভ্যানগগ যখন মাত্র তার ক্যারিয়ার শুরু করেছেন তখন তিনি এই চিত্রটি আঁকেন। একটি ডাচ পরিবার ১৯১০ সালের দিকে পেন্সিলে আঁকা চিত্রটি কিনে নেয়।

ভ্যানগগ জাদুঘর ও তাদের বিশেষজ্ঞদের চিত্রটি ভ্যানগগের কিনা যাচাই করতে দেওয়া হলে তারা এটি ভ্যানগগের নতুন চিত্রকর্ম হিসাবে শনাক্ত করেন।

ভ্যানগগ জাদুঘরের সিনিয়র গবেষক তেইয়োমিডেনডর্প বলেন, এটা আগে কোথাও দেখা যায়নি। প্রথমবারের মতো এটি উন্মুক্ত করা হলো।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।