ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মিয়ানমারে ঐক্যের সরকার চায় ইউরোপীয় পার্লামেন্ট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
মিয়ানমারে ঐক্যের সরকার চায় ইউরোপীয় পার্লামেন্ট

ঢাকা: মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট। আন্তর্জাতিক সব পক্ষকে এনইউজেকে যুক্ত রাখার আহ্বান জানিয়েছে তারা।

বৃহস্পতিবার ( ৭ অক্টোবর) এই বিষয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয়েছে।


মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা হয়। সেখানে ৬৪৭ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। আর বিপক্ষে ভোট দেন দু’জন৷ ভোট দানে বিরত থাকেন ৩১ জন। প্রস্তাব মানবাধিকার লঙ্ঘনের মিয়ানমারের বর্তমান সরকারকে নিন্দা জানান হয়।

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের প্রস্তাবে আন্তর্জাতিক সকল পক্ষকে এনইউজির সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারে সামরিক সরকারের বিকল্প সরকার হিসেবে এনইউজি কাজ করছে।

উল্লেখ্য, এর আগে ফ্রান্সের সিনেটেও মিয়ানমারের বিকল্প সরকার এনইউজিকে স্বীকৃতি দিতে একটি প্রস্তাব পাশ হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
টিআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ