ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘উড়ে দেখার জাদুঘর’ বানাচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
‘উড়ে দেখার জাদুঘর’ বানাচ্ছে সৌদি আরব

উড়ে উড়ে দেখতে হবে এমন জাদুঘর বানাচ্ছে সৌদি আরব। অর্থাৎ উড়োজাহাজ বা হেলিকপ্টারে চড়ে এ জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করতে হবে।

এটাই হবে বিশ্বে এ ধরনের প্রথম জাদুঘর।  
 
মঙ্গলবার আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আগামী বৃহস্পতিবার জাদুঘরটি চালু করা হবে বলে জানানো হয়েছে।

খবরে বলা হয়, রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখবেন।

জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের মধ্যকার একটি সহযোগিতামূলক প্রকল্প।

সৌদি প্রেস এজেন্সি জানায়, জাদুঘর দেখতে আসা পর্যটকদের তথ্যচিত্রও দেখানো হবে।  

কমিশনের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফোটি বলেন, আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন। তারা ধীরে ধীরে এই রত্নের রহস্য আবিষ্কার করছেন।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।