ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কভার অর্ডার করে পেলেন আসল পাসপোর্ট!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
কভার অর্ডার করে পেলেন আসল পাসপোর্ট!

ই-কমার্স জায়ান্ট অ্যামাজনে পাসপোর্ট রাখার কভার অর্ডার করেছিলেন। কিন্তু বাড়িতে এসেছে আসল পাসপোর্ট।

এটা দেখে রীতিমতো অবাক হয়েছেন ভারতের কেরালার ওয়ানাড়ের এক বাসিন্দা।  

নিউজএইটিনের প্রতিবেদনে বলা হয়, ৩০ অক্টোবর মিধুন বাবু নামের এক তরুণ অ্যামাজন ওয়েবসাইটে অর্ডার করেছিলেন পাসপোর্ট কভার। ১ নভেম্বর তার বাড়িতে ডেলিভারি আসে একটি আসল পাসপোর্ট।

ওই পাসপোর্টটির মালিক মুহাম্মদ সালেহ। তিনি ত্রিশূরের কুন্নামকুলামের বাসিন্দা। তার পাসপোর্ট কীভাবে অ্যামাজনে গেল, এ বিষয়টি জানা যায়নি।  

সালেহর ওই পাসপোর্টটি পেয়ে মিধুন বাবু প্রথমে অ্যামাজনের কাস্টমার কেয়ারে ফোন করেন। কাস্টমার কেয়ারের প্রতিনিধিরা তাকে জানান, শুধু কভার পাঠানোর কথা থাকলেও হয়তো কোনোভাবে ভুল হয়ে গেছে। এই ঘটনায় তার কাছে প্রতিষ্ঠানটি দুঃখপ্রকাশ করে।  

পরে পাসপোর্টে লেখা ঠিকানায় সেটি কুরিয়ার করে পাঠিয়ে দেন মিধুন। কেননা যোগাযোগ করার জন্য সেখানে কোনো ফোন নম্বর ছিল না।  

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।