ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও লকডাউন অস্ট্রিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
আবারও লকডাউন অস্ট্রিয়ায়

করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার (২২ নভেম্বর) থেকে আবারও পূর্ণ লকডাউনে যাচ্ছে ইউরোপের দেশ অস্ট্রিয়া।

শুক্রবার (১৯ নভেম্বর) চ্যান্সেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ এক সংবাদ সম্মেলনে সর্বোচ্চ ২০ দিনের জন্য এই লকডাউন কার্যকর থাকবে বলে জানান।

এর আগে ২০২০ সালে ইউরোপে প্রথম করোনা সংক্রমণ শুরু হওয়ার সময় লকডাউন জারি করেছিল দেশটি।

সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর জানান, দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় বাধ্য হয়ে আবারও লকডাউন জারি করতে হচ্ছে তাদের। অবশ্য দেশটিতে টিকা না নেওয়া প্রায় ২০ লাখেরও বেশি মানুষের জন্য লকডাউন জারি রয়েছে। তারা খুব সীমিত কারণে বাড়ির বাইরে যেতে পারেন। যেমন কাজে যাওয়া বা খাবার কিনতে।

এবার সবার জন্য লকডাউনের ঘোষণা দিয়ে চ্যান্সেলর বলেছেন, ১০ দিন পর এই সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকার দুই ডোজ দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অস্ট্রিয়ায় ১৫ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত সাত দিনে দেশের প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৯৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ৯১ লাখ মানুষের দেশ অস্ট্রিয়া। এর মধ্যে টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার তিন ভাগের দুই অংশ।

এ বিষয়ে শ্যালেনবার্গ বলেন, দেশের সব প্রাপ্তবয়স্ক এখনও টিকার দুই ডোজ সম্পূর্ণ করেননি। এটি আমাদের ব্যর্থতা। আমরা তাদের টিকার গুরুত্ব বোঝাতে পারিনি। ফলে বাধ্য হয়েই আমাদের লকডাউন জারি করতে হয়েছে। এ সময় ‘আমরা পঞ্চম ঢেউ চাই না’ বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: বিবিসি, রয়টার্স

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।