ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

অবশেষে অক্সফোর্ড স্নাতকের স্বীকৃতি পেলেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
অবশেষে অক্সফোর্ড স্নাতকের স্বীকৃতি পেলেন মালালা

আনুষ্ঠানিকভাবে লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক হলেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্র্রাম অ্যাকাউন্টে এই খুশির মুহূর্তের ছবি তিনি পোস্ট করেছেন।

ছবিতে আরও ছিলেন স্বামী আসার মালিক।

যদিও ২৪ বছর বয়সী মালালা দেড় বছর আগেই অক্সফোর্ড থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন । তবে করোনা মহামারির কারণে সার্টিফিকেট দেয়ার দিন পিছিয়ে দেয়া হয়। অবশেষে শুক্রবার এই সনদ তার হাতে তুলে দেওয়া হয়।

ইন্সটাগ্রামে মালালা লেখেন, ‘দৃশ্যত এবারে আমি একটি ডিগ্রি অর্জন করলাম’।  

মালালাকে স্বামী, পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে দেখা গেছে বেশ কয়েকটি ছবিতে দেখা যায়। পাশাপাশি অক্সফোর্ডের ইংল্যান্ড ক্যাম্পাসে তাকে সমাবর্তনের কালো গাউন ও টুপিতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।