ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৮০ হাজার শ্রমিক নেবে ইতালি, গেজেট আসছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
৮০ হাজার শ্রমিক নেবে ইতালি, গেজেট আসছে ছবি: সংগৃহীত

শ্রমিক সংকট মেটাতে কৃষি ও স্পন্সর ভিসায় নতুন করে আরও ৮০ হাজার শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি। এক সপ্তাহের মধ্যে নিয়োগের গেজেট প্রকাশ করা হবে।

দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ, আলজেরিয়া, আইভরিকোস্ট, মিশর, এল সালভাদর, দক্ষিণ কোরিয়া, তিউনেশিয়া এবং আরও কিছু দেশ থেকে এসব শ্রমিক নেবে ইতালি সরকার। তবে কোন ক্যাটাগরিতে কত শ্রমিক নেওয়া হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। গেজেট প্রকাশিত হলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, ২০২০ সালে দুই দফায় শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছিল ইতালি। সেখানে ২ লাখ ১৬ হাজার আবেদন জমা পড়েছিল। সেসব আবেদনের কাজ আনুপাতিকহারে ২ শতাংশও শেষ করা হয়নি। এর মধ্যেই আবারও নতুন করে শ্রমিক নেয়ার ঘোষণা দিলো দেশটি।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।