ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে বিষাক্ত মদপানে ২৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
তুরস্কে বিষাক্ত মদপানে ২৫ জনের প্রাণহানি

তুরস্কে বিষাক্ত মদপানে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পর্যটন নগরী ইস্তাম্বুলে মারা গেছেন সাতজন।

চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউরো নিউজ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনার পরে ৩৪২টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৩০ হাজার লিটারের বেশি বিষাক্ত ও ভেজাল মদ জব্দ করেছে তারা।

তুরস্কে মদের ওপর শুল্ক আরোপের পরিমাণ বেড়ে যাওয়ায় ভেজাল মদ উৎপাদন বেড়েছে।

আল-আরাবিয়াহ জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ক্ষমতাসীন দল সাংস্কৃতিকভাবে ইসলামকে অনুসরণ করায় তারা মদপানকে অনুমোদন করে না। অ্যালকোহলকে নিরুৎসাহিত করতে অব্যাহত কর বাড়িয়ে দেওয়ার কারণে ভেজাল মদের উৎপাদন বাড়িয়ে দেওয়া হয়েছে।

তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত অ্যালকোহল ‘রাকি। ’ সুপারমার্কেটে এর দাম পড়ে লিটারপ্রতি ২৫০ তুর্কি লিরা বা সাড়ে ১৬ ডলার, যা একজন কর্মীর গড়পড়তা মাসিক আয়ের এক-দশমাংশ।

গত বছরের শেষ দিকে দেশটিতে এক সপ্তাহেরও কম সময়ে বিষাক্ত মদ পান করে ৪০ জনেরও বেশি মানুষ মারা যায়।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।