সাতসকালে পরপর দু’টি মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটক। কম্পন অনুভূত হয় রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতেও।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, বেঙ্গালুরুতে রিখটার স্কেলে ৩.৩ মাত্রায় কম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা কম হওয়ায় নাগরিক জীবনে কোনও প্রভাব পড়েনি।
কর্ণাটক রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, বুধবার (২২ ডিসেম্বর) সকালে রাজ্যের চিক্কাবল্লাপুর জেলায় ২.৯ ও ৩ মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এনসিএস জানিয়েছে, সকাল ৭টা ১৪ মিনিটে যে ভূমিকম্পটি আঘাত হানে, সেটি ২৩ কিলোমিটার গভীরে হানা দেয়।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল কর্ণাটকের রাজধানী থেকে ৬৬ কিলোমিটার দূরে ছিল।
তবে তার ৫ মিনিট আগেই ৩.১ মাত্রার প্রথম ভূমিকম্পটি রেকর্ড করা হয়, যেটি সকাল ৭টা ৯ মিনিটে ১১ কিলোমিটার গভীরে হানা দেয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল কর্ণাটকের রাজধানী থেকে ৭০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ছিল বলে জানিয়েছে এনসিএস।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এনএসআর