ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাইপ্রাসে ৬.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
সাইপ্রাসে ৬.৬ মাত্রার ভূমিকম্প

ছয় দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি, যার উৎপত্তিস্থল ছিল পশ্চিম-উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিলস শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটি সাইপ্রাস ছাড়াও তুরস্ক, ইসরায়েল, লেবানন, ফিলিস্তিন, গ্রিস ও মিসরে অনুভূত হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে তুলনামূলক কম ভূমিকম্প হয় সাইপ্রাসে। শক্তিশালী ভূমিকম্প হওয়ার খুব কম উদাহরণ রয়েছে দেশটিতে।

এর আগে ১৯৯৬ সালে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্পে দেশটিতে দুজন লোক মারা যান। তারও আগে ১৯৫৩ সালে সাইপ্রাসের পাফোস অঞ্চলে ভূমিকম্পে মারা যান ৪০ জন ব্যক্তি। সে সময় বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

সূত্র: এএফপি

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।