ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে আফগানিস্তানে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
ভূমিকম্পে আফগানিস্তানে নিহত ২৬ ছবি: সংগৃহীত

পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২৬ নিহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপে বলা হয়েছে, রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।


সোমবার (১৭ জানুয়ারি) এ খবর জানিয়েছে আলজাজিরা ও সংবাদ সংস্থা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথম ভূমিকম্প আঘাত হানার দুই ঘণ্টা পর ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা জনান সায়েক ২৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেছেন, দেশটিতে ৭০০ এর বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।