ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মরক্কোর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
মরক্কোর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪৩

মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তারফায়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ ৪৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

 

স্প্যানিশ মানবাধিকার সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাসের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপির মুখপাত্র সোমবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

এএফপি বলছে, স্থানীয় সময় রোববার (১৬ জানুয়ারি) ভোরে অভিবাসীবোঝাই নৌকাটি মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তারফায়া উপকূলে ডুবে যায়। এরপর সাহায্যের জন্য চিৎকার করছিলেন জীবিতরা।  

এদিকে ক্যামিনাডো ফ্রন্টিরাস জানিয়েছে, দুর্ঘটনাকবলিত নৌকাটি উদ্ধার করতে মরোক্কান কর্তৃপক্ষের কয়েক ঘণ্টা সময় লেগেছিল। প্রাণ হারানো ৪৩ জনের মধ্যে এখন পর্যন্ত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।