ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রজাতন্ত্র দিবসে মদের পার্টি, বিহারে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
প্রজাতন্ত্র দিবসে মদের পার্টি,  বিহারে ৫ জনের মৃত্যু

ভারতের বিহারে প্রজাতন্ত্র দিবসে মদের পার্টি করতে গিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে ভর্তি, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজ্যের বক্সার জেলার মুরার পুলিশ স্টেশনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এক মৃতের আত্মীয় জানিয়েছেন, বুধবার (২৬ জানুয়ারি) রাতে আনসারি গ্রামে ওই আটজন মদের পার্টি করছিলেন। গ্রামের এক বাসিন্দাই ওই বিষাক্ত মদ কিনেছিলেন। এরপর মাঝরাতে সবাই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই পাঁচজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া ওই গ্রামেই এসব মদ তৈরি হয় বলে জানান তিনি।

তবে তার এই দাবি উড়িয়ে দিয়েছেন এলাকার পুলিশ সুপারিটেন্ডেন্ট। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। সবকিছু খতিয়ে দেখে এ প্রসঙ্গে কিছু বলা সম্ভব। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর বিহারকে মদমুক্ত করার উদ্যোগ নেন নীতীশ কুমার।

এরপর থেকে রাজ্যটিতে মদ নিষিদ্ধ। তবে একাধিকবার রাজ্যের বিভিন্ন জেলায় মদপানে মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র: ইন্ডিয়াটুডে.ইন

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।