ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমিরাত সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট, আবুধাবিতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
আমিরাত সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট, আবুধাবিতে বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হ্যারজগ। এর মধ্যেই রাজধানী আবুধাবিতে কয়েক দফা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

 

আরবি ভাষার কয়েকটি গণমাধ্যমে বলা হয়, সোমবার (৩১ জানুয়ারি) সকালের দিকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরব আমিরাতের আগ্রাসনের জবাবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির বরাত দিয়ে আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানায়, বিশাল সামরিক অভিযান সম্পর্কে শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে রোববার (৩০ জানুয়ারি) সকালে দুই দিনের সরকারি সফরে আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছান ইসরায়েলের প্রেসিডেন্ট।   

২০১৫ সালের ২৬ মার্চ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোট সামরিক আগ্রাসন শুরু করে। এই আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাতকে সৌদি আরবের প্রধান সহযোগী হিসে মনে করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।