ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়ার হাতে বরিস জনসনের পার্টির ছবি প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
বিয়ার হাতে বরিস জনসনের পার্টির ছবি প্রকাশ্যে

২০২০ সালের জুনে লকডাউনের সময় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে জন্মদিনের পার্টি আয়োজন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ পুলিশের কাছে সেই পার্টির একটি ছবি এসেছে, যাতে বরিস জনসনের হাতে বিয়ারের ক্যান দেখা গেছে।

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশের তদন্তকারী কর্মকর্তা স্যু গ্রে করোনাকালীন বিধিনিষেধ ভঙ্গ করে ডাউনিং স্ট্রিটে আয়োজিত পার্টির যে ৩০০টি ছবি জমা দিয়েছেন, বরিসের বিয়ার হাতে ছবিটি তার অন্যতম। ওই পার্টির মাধ্যমে করোনাকালে বিধিনিষেধ ভঙ্গ করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

বিষয়টি নিয়ে প্রবল চাপে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার নিজের দলেই দেখা দিয়েছে বিদ্রোহ।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ১৭ জন সংসদ সদস্য বরিসের বিরুদ্ধে দলের কাছে অনাস্থার চিঠি দিয়েছেন। ৫৪ জন সংসদ সদস্য অনাস্থা জানালে দলে নেতৃত্ব নিয়ে ভোটাভুটি হবে। বিরোধী দল লেবার পার্টি ইতোমধ্যে পার্লামেন্টে জনসনের পদত্যাগ দাবি করেছে।

অপরদিকে এ বিতর্কের জেরে গত দুইদিনে বরিস জনসনের পাঁচজন সহযোগী পদত্যাগ করেছেন।

বাংলাদেশ সময়:২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।