ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের ‘এখনই’ ইউক্রেন ছাড়ার নির্দেশ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
মার্কিন নাগরিকদের ‘এখনই’ ইউক্রেন ছাড়ার নির্দেশ 

মার্কিন নাগরিকদের এখনই ইউক্রেন ছাড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন-রাশিয়ার মধ্যে দীর্ঘ আলোচনা ব্যর্থ হওয়ার পর এমন নির্দেশনা দিলেন তিনি।

 

এনবিসি নিউজের উপস্থাপক লেস্টার হল্টের সঙ্গে এক সাক্ষাত্কারে জো বাইডেন ইউক্রেন নিয়ে উদ্বেগের কথা জানান।  

বাইডেন বলেন, এটা এমন নয় যে, আমরা একটি সন্ত্রাসী সংগঠনকে মোকাবিলা করছি। বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীকে সামলাতে হচ্ছে। তাই পরিস্থিতি যেকোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সীমান্তের কাছে এক লাখের বেশি সেনা মোতায়েন করেও রাশিয়া বারবার ইউক্রেন আক্রমণের পরিকল্পনা অস্বীকার করেছে। এরই মধ্যে প্রতিবেশী বেলারুশের সঙ্গে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। কৃষ্ণসাগর ও আজভ সাগরে ইউক্রেনের নৌ চলাচলের পথ রাশিয়া বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ তুলেছে কিয়েভ।

তবে ক্রেমলিন বলেছে, সাবেক সোভিয়েত ইউনিয়ভুক্ত ইউক্রেন যেন ন্যাটো সামরিক জোটে যুক্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।  

বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যে ইউরোপ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২ 
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।